পূর্ব থানার পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তারা প্রতাপগড়ের বাসিন্দা


newsagartala24.com Images

আগরতলা, Jan 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


শারদ উৎসবের প্রাক্কালে রাজধানীর পতাবগড় এলাকার দুই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পূর্ব থানার পুলিশ ।এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি জানান ,উদ্ধারকৃত স্বর্ণালংকার গুলির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে ।চুরি যাওয়া স্বর্ণালংকার গুলি ফেরত পেয়ে খুশি দুই পরিবারের সদস্যরা। গত অক্টোবর মাসে রাজধানীর প্রতাপগড় এলাকার দুই বাড়িতে চুরির ঘটনা ঘটে ।প্রতাপগড়ের ভোলা বণিক এবং রাকেশ সাহার বাড়িতে ঘটে চুরির ঘটনা ।এই চুড়ি কাণ্ডের দুটি পৃথক অভিযোগ পায় পূর্ব থানার পুলিশ ।অভিযোগ পেয়ে একটি দল এবং মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত চালায় ।এই তদন্তের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার সাব-ইন্সপেক্টর শুভেন্দু দাস। তদন্তে নেমে পূর্ব থানার পুলিশ তিন চোরকে গ্রেফতার করতে সমর্থ্য হয় ।তাদের কাছ থেকে ভোলা বণিক এবং রাকেশ সাহার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের অধিকাংশই  উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।পরে উদ্ধারকৃত স্বর্ণালংকার গুলি আদালতের নির্দেশ মত সংশ্লিষ্ট দুই পরিবারের হাতে মঙ্গলবার পূর্ব থানার পুলিশ তুলে দেয় ।এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি এই সংবাদ জানান। তিনি জানান ,অভিযোগ পেয়ে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করার কিছু দিনের মধ্যেই পুলিশ সাফল্য পায়। কিন্তু আদালতের নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার উদ্ধার করা স্বর্ণালঙ্কার গুলি সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার গুলির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে। এদিকে চুরি যাওয়া স্বর্ণালংকারের অধিকাংশই ফিরে পেয়ে খুশি প্রতাপগড়ের বাসিন্দা ভোলা বণিক এবং রাকেশ সাহা ও তাদের পরিবার পরিজনেরা। পূর্ব থানার পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তারা।